ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মোজাম্মেল হোসেনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
মোজাম্মেল হোসেনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ঢাকা: বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মো. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একশোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোজাম্মেল হোসেনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠতা ছিল বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্ব থেকে। তিনি অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্ব ও উন্নত হৃদয়ের অধিকারী ছিলেন।

সাবেক প্রতিমন্ত্রী মোজাম্মেল হোসেন দলমত নির্বিশেষে সবার কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সবাইকে নিয়ে চলার যে সংস্কৃতি তিনি চালু করেছিলেন তা অনুসরণীয়। তার অবদান এদেশের মানুষ চিরদিন মনে রাখবে। ড. মোমেন বলেন, মোজাম্মেল হোসেন পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অপর এক শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।