ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝাড়ু হাতে যুবকদের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
ঝাড়ু হাতে যুবকদের অভিযান

সিলেট: ‘কিপ সিলেট ক্লিন’ স্লোগানে ঝাড়ু হাতে নিজেদের এলাকা পরিষ্কারের অভিযানে নেমেছেন কিছু যুবক। তারা সবাই সিলেট নগরের আখালিয়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মানুষকে সচেতন করাও তাদের লক্ষ্য।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে নগরের আখালিয়া ধানুহাটারপার পূর্বাশা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে চলে এই অভিযান। এসময় তারা ওয়ার্ডের বাসিন্দাদের বাসা-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করেন।

এসময় সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মখলিছুর রহমান কামরান নিজে উপস্থিত থেকে যুবকদের উৎসাহিত করেন।

পূর্বাশা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে চলে এই অভিযান।                                          ছবি: বাংলানিউজ

এসময় তিনি এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান যেন এডিশ মশার বংশ বিস্তার এবং উৎপত্তিস্থল ধ্বংস করে দেওয়া যায়।

এই কর্মসূচিতে আখালিয়া ধানুহাটারপার পূর্বাশা যুব কল্যাণ সংস্থার সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এনইউ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।