ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
সেনবাগে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে এক স্কুলছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে বাদশা মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

বাদশা ওই ইউনিয়নের হোমনাবাদ শ্রীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

নির্যাতিত ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ওই ছাত্রী ঘর থেকে উঠানে আসে। সেসময় আগে থেকে ওৎ পেতে থাকা বাদশা তাকে জাপটে ধরে বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। ঘরে ফিরে মেয়েটি তার পরিবার সদস্যদের কাছে বিষয়টি জানান। পরে রাতেই তার পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হলে অভিযান চালিয়ে অভিযুক্ত বাদশাকে গ্রেফতার করে পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, অভিযুক্ত বাদশাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিম মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।