ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
সাভারে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় তানজিনা আক্তার (২২) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার টেঙ্গুরি কোনাপাড়া এলাকার বাচ্চু মন্ডলের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত তানজিনা আক্তার গাইবান্ধার সুন্দরগঞ্জ থানাধীন সিছা গ্রামের তারা মিয়ার মেয়ে।

তিনি গোহাইলবাড়ি বটতলা এলাকার ডিজাইনার ফ্যাশন লি. নামের একটি কারখানায় জুনিয়র সুইং অপারেটর হিসাবে চাকরি করতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী বাংলানিউজকে জানান,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।