ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে সওজ’র প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে সওজ’র প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. একেএম মনির হোসেন, মো. জাকির হোসেন, মো. জিকরুল হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলমসহ বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলীরা এবং সওজ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।