ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে হেরোইনসহ দম্পতি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
নাগেশ্বরীতে হেরোইনসহ দম্পতি আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা সাহাটারী গ্রামের  আব্দুর রশিদ (৫৫) ও তার স্ত্রী কুলছুম বেগম (৪৫)।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) দিনগত রাতে রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা সাহাটারী গ্রামের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রামের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আব্দুর রশিদের লুঙ্গির পেছনের প্লাস্টিকে মোড়ানো একটি পোটলা ও শার্টের বুক পটেকে এক পোটলা মোট ৬৫ গ্রাম হেরোইন জব্দ করে। তাদের নামে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।