ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের দু’দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
নিখোঁজের দু’দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার মজর উদ্দিন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিখোঁজের দু’দিন পর মজর উদ্দিন (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার পরশি এলাকার একটি সবজি বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। মজরউদ্দিন রূপগঞ্জ উপজেলার বাগবেড় টিনর এলাকার আপতুর উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মজর উদ্দিন দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বেশ কয়েকদিন আগে পুরাতন অটোরিকশা বিক্রি করে নতুন একটি অটোরিকশা কিনেন মজর উদ্দিন। ওই অটোরিকশা নিয়ে তিনি গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন মজর উদ্দিন। বাড়িতে ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন আহাম্মেদ বাংলানিউজকে জানান, উপজেলার পরশি এলাকার একটি সবজি বাগানে মজর উদ্দিনের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে মজরউদ্দিনকে দুর্বৃত্তরা হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধেহত্যার পর অটোরিকশাটি ছিনতাই করেছে বলেও জানান এসআই ফরিদ।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।