ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

গাড়িতে সংসদের স্টিকার লাগিয়ে মাদক পাচার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
গাড়িতে সংসদের স্টিকার লাগিয়ে মাদক পাচার, আটক ২

নরসিংদী: গাড়িতে সংসদের স্টিকার লাগিয়ে মাদক পাচার করার অভিযোগে নরসিংদী থেকে ২ জনকে আটক করেছে র‌্যাব-১১।

শনিবার বিকেলে র‌্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংদীর মাধবদীর শেখেরচর বাবুরহাট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও জাতীয় সংসদের স্টিকার সম্বলিত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এসময় আটক করা হয় গাড়িতে থাকা ২ জনকে।

আটক ২ জন হলেন- ওয়াসিম মিয়া (৩২) গাড়ির চালক রুহুল আমিন (৩২)। এরমধ্যে ওয়াসিম মিয়া নিজেকে সংসদ সদস্য বলে দাবি করতো।

র‌্যাব-১১ জানায়, দীর্ঘদিন ধরে ওয়াসিম ও তার সহযোগীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জাতীয় সংসদের স্টিকার ও সচিবালয়ের স্টিকার তাদের গাড়িতে ব্যবহার করে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জসহ আশেপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে মাধবদীর শেখেরচর বাবুরহাট এলাকায় অভিযান চালানো হয়। সেসময় গাড়ি থেকে ৮৭৩ বোতল ফেনসিডিল ও ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন (পিপিএম) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা শেখেরচর বাবুর হাট এলাকা থেকে তাদের আটক করি। তাদের বিরুদ্ধে মাধবদী থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।