ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় দু'দল দস্যুর মধ্যে বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
ভোলায় দু'দল দস্যুর মধ্যে বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ আটক ২

ভোলা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলায় দুই দল দস্যু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই দস্যুকে আটক করেছে কোস্টগার্ড। 

রোববার দিবাগত রাতে মেঘনার বঙ্গেরচর পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন, রাজাপির ইউনিয়নের রামদাসপুর এলাকার বাহাদির (৩৮) ও কামাল (৩২)।


 
কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা সদস্য দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গভীর রাতে মেঘনার বঙ্গেরচর পয়েন্টে দুইদল দস্যু বন্দুকযুদ্ধ করছে- এমন খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড দুই জনকে আটক করে। ঘটনাস্থল থেকে ৯টি রাম দা উদ্ধার করে। কোস্টগার্ড দক্ষিণ জোনের পেটি অফিসার মুনায়েম অভিযানের নেতৃত্ব দিয়েছন।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।