ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ট্রলিচাপায় এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
মাদারীপুরে ট্রলিচাপায় এক ব্যক্তির মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে বালুবাহী একটি ট্রলির নিচে চাপা পড়ে আব্দুল মজিদ মাতুব্বর (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে জেলার সদর উপজেলার হবিগঞ্জ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিদ মাতুব্বর ধুরাইল ইউনিয়নের চাষার এলাকার আনসার মাতুব্বরের ছেলে।

তিনি পেশায় একজন কৃষক।

জানা যায়, বিকেলে আব্দুল মজিদ মৃধা তার মেয়ের জামাইয়ের বাড়ি ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ এলাকায় যাচ্ছিলেন। তিনি হবিগঞ্জ-মাদারীপুর আঞ্চলিক সড়কে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।