ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
পাটগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে সৈকত সরকার (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম সরকারটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার আব্দুল হামিদ সরকারের ছেলে।

বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল কাদের সরকার জানান, বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল সৈকত। একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায় সে। পরিবারের লোকজন তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে তাকে ভাসমান দেখে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিলে দায়িত্বরত  চিকিৎসকরা সৈকতকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।