ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ওমানের সুলতানের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ওমানের সুলতানের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

ঢাকা: ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

রোববার (১২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং দেশের বাইরে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।



সোমবার রাষ্ট্রীয় শোক পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রদান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার।

এছাড়া সোমবার মরহুমের রুহের মাগফিরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে ক্যানসারসহ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শুক্রবার (১০ জানুয়ারি) মারা যান  ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ।

১৯৭০ সালে এক অভ্যুত্থানে বাবা সাইদ বিন তৈমুরকে উৎখাত করে ওমানের ক্ষমতা নেন কাবুস বিন সাইদ। তিনি আরব বিশ্বের দীর্ঘতম শাসক ছিলেন। তার শাসনামলেই ওমান উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে।

এরপর শনিবার (১১ জানুয়ারি) সুলতান কাবুসের চাচাতো ভাই হাইসাম বিন তারিক আল-সাঈদকে ওমানের নতুন সুলতান হিসেবে ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এমইউএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।