ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সতীনের সন্তানকে গলা কেটে হত্যার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
সতীনের সন্তানকে গলা কেটে হত্যার চেষ্টা

রাঙামাটি: রাঙামাটি জেলা শহরে ফারজান আহম্মেদ (৫) নামে এক শিশু সন্তানকে  ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে সৎ মা।

এ ঘটনায় সৎ মা কাওসার ফেরদৌসকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।  

রোববার (১২ জানুয়ারি) দুপুরে শহরের কোর্টবিল্ডিং এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিশু ফারজানের বাবা ফারুক আহম্মেদ তালুকদার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে শহরের কোর্ট বিল্ডিং এলাকায় বসবাস করতেন এবং প্রথম স্ত্রীকে তবলছড়ি এলাকায় ভাড়া বাড়ায় রাখতেন।

রোববার দুপুরে হঠাৎ তার প্রথম স্ত্রী কাওসার ফেরদৌস বোরকা পরিহিত অবস্থায় কোর্ট বিল্ডিংস্থ ভাড়া বাড়িতে এসে তার সতীনের শিশু সন্তান ফারজানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এসময় পাশের বাড়ির স্থানীয়রা ঘটনাস্থল থেকে ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বর্তমানে শিশুটি রাঙামাটি সদর হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে হাসপাতাল সংশ্লিষ্টরা নিশ্চিত করেছে।

রাঙামাটি সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. শহীদুল্লাহ জানান, শিশুটিকে সার্জারি করিয়ে শিশু ওয়ার্ডে নেওয়া হয়েছে। গলার বেশ কিছু অংশ কেটে গেছে । প্রয়োজনে শিশুটিতে উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রাম পাঠানো হবে। এখন গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে শিশুটি এখনো আশঙ্কামুক্ত নয় বলে যোগ করেন তিনি।  

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক  রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো মামলা দায়ের করা হয়নি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘন্টা, জানুয়ারি ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।