ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পল্টনে হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
পল্টনে হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর পল্টনে ‘এশিয়া আবাসিক হোটেল’ থেকে এসএমএ রশিদ ডলার (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে তাকে ওই হোটেল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির গাড়িচালক মো. আরিফ বাংলানিউজকে জানান, মৃত এসএমএ রশিদের বাড়ি রাজশাহীর রাজপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।

তিনি রাজশাহী সদরের বারিন্দ এলাকার একটি মেডিক্যাল কলেজের পরিচালক ছিলেন।

তিনি আরও জানান, এসএমএ রশিদ গত ১১ জানুয়ারি (শনিবার) ব্যক্তিগত কাজে ঢাকায় আসেন এবং পল্টনে এশিয়া হোটেলে ওঠেন। সে (আরিফ) নুরজাহান হোটেলে ছিলেন। সকালে এশিয়া হোটেলে আসেন রশিদকে দেখতে আসেন আরিফ। তখন তাকে শুয়ে থাকতে দেখে ডাকাডাকি করেন। ডাকাডাকির একপর্যায়ে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোটেল এশিয়ার নিবার্হী কর্মকর্তা নাঈম আহমেদ শিশির জানান, গত ১১ জানুয়ারি বিকেলে হোটেলের নয় তলায় ৯০৭ নম্বর কক্ষে ওঠেন। সকালে তার গাড়ি চালকের মাধ্যমে সংবাদ পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। নিহত শরীরে কোন আঘাত নেই। ধারণা করা হচ্ছে, অসুস্থাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।