ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের উপ নির্বাচনে মান্নান জয়ী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের উপ নির্বাচনে মান্নান জয়ী 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উপ নির্বাচনে অটোরিকশা প্রতীকে ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন  মো. আব্দুল মান্নান। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকে সেলিম ১২ ভোট ও মুনিরা বেগম ৭ ভোট পেয়েছেন।

উপ নির্বাচনে তিন জন প্রার্থী অংশগ্রহণ করেন।

তিন ইউনিয়নে মোট ৩৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  

সোমবার (১৩ জানুয়ারি) কালিনগর উচ্চ বিদ্যালয়ে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

মরহুম সাদরুজ্জামান চেয়ারম্যানের মৃত্যুর পর এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।