ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে পিকআপভ্যানের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
বাগেরহাটে পিকআপভ্যানের ধাক্কায় যুবক নিহত

বাগেরহাট: বাগেরহাটে পিকআপভ্যানের ধাক্কায় মো. নজরুল ইসলাম দুলাল (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী  নিহত হয়েছেন। 

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নজরুল ইসলাম ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ মৃধার ছেলে।

তিনি হ্যামকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহকারী ম্যানেজার ছিলেন।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে নজরুল ইসলাম দুলাল অফিসের কাজে যাচ্ছিলেন। পথে শ্যামবাগাত বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান। ঘাতক পিকআপভ্যানটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।