ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে ৬ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
চিরিরবন্দরে ৬ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে ৬ বছর বয়সের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক  মরসালিনকে (২১) গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টায় চিরিরবন্দর থানায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষক মরসালিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

গ্রেফতার ধর্ষক মরসালিন একই উপজেলার মথুরাপুর গ্রামের মো. নূর হোসেনের ছেলে।  

মামলার অভিযোগে বলা হয়, দুপুরে বাড়ির পাশে খেলার সময় ধর্ষক মরসালিন ৬ বছরের শিশুকে ফুঁসলিয়ে জনৈক আশরাফ আলীর নির্মাণাধীন ভবনের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলানিউজকে জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে ধর্ষক মরসালিককে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।