ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
বগুড়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

বগুড়া: লাইসেন্স ছাড়াই ইটভাটা স্থাপন এবং জনসাধারণের চলাচলের পথ ব্যবহার ও পরিবেশ দূষণের দায়ে বগুড়ায় তিন ব্যবসায়ীকে এক লাখ তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, বগুড়া সদর উপজেলার শেরপুর রোড ও শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপন করার দায়ে এসএম ব্রিকস’র মালিক মামুনুর রশিদকে (৩৮) এক লাখ এবং জনসাধারণের চলাচলের রাস্তা ব্যবহার ও পরিবেশ দূষণের দায়ে মো. শাহাদৎ হোসেনকে (৫৫) এক হাজার ও মান্নান হোটেলের মালিক মো. মান্নানকে (৪৮) দুই হাজারসহ মোট  এক লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়।

 

মঙ্গলবার বিকেল থেকে প্রায় ৫ ঘণ্টা ধরে চলা অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম ও মো. নাসিম রেজা। অভিযানে বগুড়া এপিবিএন’র সদস্যরা সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।