ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ট্রলি খাদে পড়ে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
ভোলায় ট্রলি খাদে পড়ে চালক নিহত

ভোলা: ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি খাদে পড়ে তৈয়ব (২৫) নামে চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে বক্সেআলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তৈয়ব একই জেলার লালমোহন উপজেলার চরভুতা গ্রামের আবুল কাসেমের ছেলে।

 

দৌতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় লালমোহন থেকে ট্রলিতে মাল নিয়ে ভোলার দিকে যাচ্ছিলেন তৈয়র। পথে বক্সেআলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক তৈয়বের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।