ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রদূত হচ্ছেন এয়ার ভাইস মার্শাল মোস্তাফিজুর রহমান 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
রাষ্ট্রদূত হচ্ছেন এয়ার ভাইস মার্শাল মোস্তাফিজুর রহমান 

ঢাকা: রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এই কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করে বুধবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে কোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করবে।

অপর আদেশে রাষ্ট্রদূত মেজর জেনারেল সাহেদুল হককে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০ 
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।