ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সংসদে বাতিঘর বিল-২০২০ উত্থাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
সংসদে বাতিঘর বিল-২০২০ উত্থাপন

ঢাকা: বিদ্যমান আইন রহিত করে সময়োপযোগী বিধান সংযোজনের প্রস্তাব করে বাংলাদেশ বাতিঘর বিল-২০২০ জাতীয় সংসদে  উত্থাপন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন।

বিলে বাতিঘর ব্যবস্থাপনা, বাতিঘর নিয়মিত পরিদর্শন, বাতিঘর নিয়ন্ত্রণ, বাতিঘরের মাশুল আরোপ, মাশুল আদায়, বকেয়া মাশুল আদায়, অনাদায়ী মাশুল সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট নৌযানের বিরুদ্ধে শাস্তির বিধান, মাশল থেকে অব্যাহতি, বিধি প্রণয়নসহ অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।

এছাড়া বিলে এর জন্য কর্মচারী নিয়োগের বিধানের প্রস্তাব করা হয়েছে।

পড়ুন>>শেয়ারবাজারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ফিরোজ

বিলে নৌপথে বাতিঘর এলাকা নির্ধারণের বিধানের প্রস্তাব করা হয়েছে। সরকার সময়ে সময়ে এ সীমানা নির্ধারণ করবে। এ জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।

পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এসই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।