ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুপ্রিম কোর্টের আইনজীবী ২ দিন ধরে নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
সুপ্রিম কোর্টের আইনজীবী ২ দিন ধরে নিখোঁজ

ঢাকা: বাসা থেকে জজ কোর্টের উদ্দেশে বেরিয়ে দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদুল হক।

বুধবার (১৫ জানুয়ারি) নিখোঁজ শহিদুল হকের স্ত্রী ফাতেমা খাতুন রাজধানীর খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-৯৯১) লিপিবদ্ধ করেছেন।

জিডির বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া একটার দিকে রামপুরা বনশ্রী এলাকার বাসা থেকে বের হন শহিদুল।

বনশ্রী এলাকার একটি ব্যাংকের শাখা থেকে টাকা উত্তোলন করে ঢাকা জজ কোর্টের উদ্দেশে রওনা দেন।

এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। বাসা থেকে বেরোনোর সময় তিনি নিজের মোবাইল ও চাবি রেখে গেছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শহিদুল হক নামে একজন আইনজীবী নিখোঁজ রয়েছেন বলে একটি জিডি করেছেন তার স্ত্রী। তিনি মোবাইল রেখে যাওয়ায় তার সর্বশেষ অবস্থান এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। তাকে খুঁজে পেতে পুলিশ চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।