ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালী হাসপাতালে রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
নোয়াখালী হাসপাতালে রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ 

নোয়াখালী: নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে হাসপাতালটির ১৬টি ওয়ার্ডে ভর্তিকৃত ২০০ রোগীর মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো খলিল উল্যা ও আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতাল কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল-মামুনসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।