ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কবিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
কবিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হাশেম (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালামিয়ার পোল-পাক মুন্সিরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আবুল হাশেম ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী আবুল কাশেমের বাবা।

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে হেঁটে কালামিয়ার পোল এলাকায় রওনা হন আবুল হাশেম। পথে নিজ বাড়ির সামনে ওই আঞ্চলিক সড়কে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ওই বৃদ্ধ। স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।