ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে রকি হত্যায় জড়িতদের শাস্তির দাবি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
শ্রীমঙ্গলে রকি হত্যায় জড়িতদের শাস্তির দাবি মানববন্ধন, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইব্রাহিম মিয়া রকি হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার চৌমুহনা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক অয়ন চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ, সমাজকর্মী লিটন আহমেদ ও নিহতের চাচা জালাল আহমেদ প্রমুখ।

এ সময় নিহত রকির মা মমতা বেগম ছেলে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ফাঁসির দাবিতে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তখন হৃদয়বিদায়ক দৃশ্যের অবতারণা সৃষ্টি হয়।

রকির মা কেঁদে কেঁদে বলেন, আমি আমার ছেলের হত্যার বিচার চাই। আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদের শাস্তি চাই। আর কোনো মা যেন এভাবে তার সন্তানের লাশ দেখতে না হয়।

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গলে বধ্যভূমি একাত্তরের এর পাশে ভাড়াউড়া চা-বাগানের ভেতরে কড়াই গাছের সঙ্গে কালো রঙের চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রকির মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ বুধবার (১৫ জানুয়ারি) বিভিন্ন আলামতের ভিত্তিতে হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সাব্বির ও ফয়সাল মিয়াকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।