ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় এক শিশু এবং টুঙ্গিপাড়া উপজেলার এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।
 
নিহতরা হলো- কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের জাফর কাজীর ছেলে রিয়াদ কাজী (৭) ও বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মোটর সাইকেল চালক সাইফুল ইসলাম (৪৫)।



কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, দুপুরে কাশিয়ানী উপজেলার খায়েরহাট জলপাড়া এলাকায় অটোবাইকের ধাক্কায় শিশু রিয়াদ কাজী নিহত হয়। রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দেয়। পরে তাকে কাশিয়ানী  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের  জাফর কাজীর ছেলে।

অন্যদিকে, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাসিম জানিয়েছেন, দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার সিংগীপাড়ায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম নিহত হন। মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত সাইফুল ইসলাম গোপালগঞ্জে একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি বাগেরহাট জেলার কচুয়া গ্রামের হামিদ শেখের ছেলে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুযারি ১৬, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।