ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা: ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে পাঁচটি স্বর্ণের বারসহ কবিরুল ইসলাম (৫০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আটক কবিরুল ইসলাম সদর উপজেলার আলিপুরের মৃত ফজলুল হকের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় এফআইজি’র তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপি’র টহল কমান্ডার সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে বিজিবি সদস্যরা লক্ষীদাড়ী শ্মশান ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫৮৩ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ কবিরুল ইসলামকে আটক করা হয়। আটক স্বর্ণের মূল্য ২৮ লাখ ১০ হাজার টাকা।  

আটক কবিরুলকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।