ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টমেটো-বড়ইয়ের ঝুড়িতে ফেনসিডিল, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
টমেটো-বড়ইয়ের ঝুড়িতে ফেনসিডিল, আটক ২

ঢাকা: রাজধানীর শাহআলীর দিয়াবাড়ী এলাকা থেকে টমেটো ও বড়ইয়ের প্লাস্টিকের ঝুড়ি থেকে ৫০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এসময় দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

আটকরা ২জন হলেন- ফরিদুল তরফদার (১৯) ও নাজিত (১৮)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল শাহআলীর দিয়াবাড়ীতে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রতাকে আটক করে। এসময় টমেটো ও বড়ইয়ের প্লাস্টিকের ঝুড়ির মধ্য থেকে ৫০০ বোতল ফেনসিডিল, একটি পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, আসামিরা চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে প্রায়ই পিকআপের মধ্যে টমেটো ও বড়ইয়ের প্লাস্টিকের ঝুড়িতে করে বিশেষ কায়দায় ফেনসিডিল বহন করে ঢাকাসহ আশপাশের এলাকায় ডিলারদের কাছে বিক্রয় করে থাকে। আটক মাদক বিক্রেতাদের  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমএমআই/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।