ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে সরকারি অফিসে চুরির ঘটনায় গ্রেফতার ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
ধামইরহাটে সরকারি অফিসে চুরির ঘটনায় গ্রেফতার ৮

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় এক রাতে সাতটি সরকারি অফিসে চুরির ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তাদের আটক করা হয়।  

>>>ধামইরহাটে ব্যাংকসহ ৭ অফিসে চুরি

গ্রেফতাররা আসামিরা হলেন- ভূমি অফিসের নৈশ প্রহরী নয়ন হোসেন (৩০), উপজেলার উত্তর কাশিপুর গ্রামের আলমগীর (২৪), আনসার ভিডিপি ব্যাংকের অফিস সহায়ক কাম-গার্ড আব্দুল হামিদ (৩০), কেজি স্কুলের নৈশপ্রহরী পলাশ (৩৫), উপজেলা পরিষদের নৈশপ্রহরীর দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য খাইরুল ইসলাম (৪০), চকযদু গ্রামের ইউসুফ (২২), চকমহেশ গ্রামের আজাদ (৩২), চকচন্ডি গ্রামের মোহব্বত (৩৫)।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান বাংলানিউজকে জানান, চুরি ঘটনায় পল্লী উন্নয়ন বোর্ডের সংগঠক মামুনুর রশিদ বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলা পরিষদ চত্বরে সরকারি সাতটি অফিসের জানালা, দরজার ও তালা কেটে চুরির ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।