ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে হাসপাতলে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
বংশালে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে হাসপাতলে ভর্তি

ঢাকা: রাজধানীর বংশালে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছে।সে স্থানীয় একটি স্কুলের ১ম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার (১৬জানুয়ারি) রাতে শিশুটিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

শিশুটির মা বলেন, গত বুধবার বিকেলে বাসায় কেউ না থাকায় বাড়িওলার নাতি রায়হান (১৭) শিশুটিক ধর্ষণ করে।

এ সময় সে অন্য বাসায় প্রাইভেট পড়াতে গিয়েছিল। শিশুর বাবা একটি দোকানে চাকরি করে। সেও দোকানে ছিল। শিশুটি বাসায় একাই ছিল।

তিনি আরো বলেন, বাসা ফাঁকা পেয়ে রায়হান শিশুটিকে ধর্ষণ করে। পরে বাসায় ফিরলে শিশুটি ধর্ষণের কথা বলে। বাড়িওয়ালার কাছে গেলে সে এবং তার মেয়ে বিভিন্ন অজুহাতে পুলিশ এবং হাসপাতালে যেতে দেয়নি। আজ বিকেল থেকে মেয়ের অবস্থা খারাপ হতে থাকে। পরে হাসপাতালে ভর্তি করা হয়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিন ফকির বলেন, হাসপাতাল থেকে সংবাদ পেয়েছি। থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। তবুও বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এজেডএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।