ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
বাগেরহাটে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নাহিদা আক্তার সম্পা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার এলজিইডি মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নাহিদা আক্তার সম্পা বাগেরহাট শহরের সোনাতলা এলাকার আছাদুল ইসলামের স্ত্রী।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, কাঠালতলা এলাকায় বড়বোনের বাড়ি থেকে ইজিবাইকযোগে নিজ বাড়িতে আসতেছিলেন সম্পা।

এলজিইডি মোড়ে পৌঁছালে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সে অচেতন হয়ে যায়। উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।