ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ মালিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ মালিক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় রানা (৩০) নামের এক পিকআপ মালিক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে সাওঘাট এলাকায় ভূলতা ফ্লাইওভারের গোড়ায় ঘটে এ দুর্ঘটনা। নিহত রানা নরসিংদী জেলার জাঙ্গালিয়া পাড়া এলাকার মনির হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মহসিন হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নরসিংদীগামী প্রাইভেটকার, ট্রাক ও পিকআপ পাশাপাশি যাচ্ছিল। হঠাৎ প্রাইভেটকার সাওঘাট এলাকায় ভূলতা ফ্লাইওভারের গোড়ায় এসে ব্রেক করে। এতে পিছনে থাকা ট্রাকটি প্রাইভেটকারের সাথে ও ট্রাকের সাথে পিকআপটি ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে পিকআপের মালিক নিহত হন।

বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।