ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে রাতভর যানজট, সকালে ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে রাতভর যানজট, সকালে ধীরগতি

সিরাজগঞ্জ: রাতভর তীব্র যানজটের পর সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সকাল থেকে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।  

বৃহস্পতিবার  (১৬ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ষানজট শুরু হয়। এতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর মহাসড়কটি অচল হয়ে পড়ে।

ধীরে ধীরে ৩০ কিলোমিটার এলাকা ছাড়িয়ে হাটিকুমরুল-বনপাড়া রুটের গোজা ব্রিজ ও হাটিকুমরুল-বগুড়া রুটের ঘুড়কা বেলতলা বাজার পর্যন্ত এর বিস্তৃতি ছড়িয়ে পড়ে।        

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল থেকে যানজট কিছুটা কমে এলেও ধীরগতিতে চলছে গাড়িগুলো।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় যানজটের সূত্রপাত হয়। পরে সেটা ধীরে ধীরে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত বিস্তৃত হয়। তবে এখন চাপ কিছুটা কমেছে।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে বলেন, রাতে মহাসড়কে ছোটখাটো কয়েকটি দুর্ঘটনা ঘটে। এ কারণে যানজট শুরু হয়। চালকেরাা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোর কারণে এসব দুর্ঘটনা ঘটে। সকালে যানজট কিছুটা কমে এলেও এখনো ধীরগতি রয়েছে। তবে দুপুরের আগেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।