ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরমেবি’র শ্রদ্ধা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরমেবি’র শ্রদ্ধা 

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাডমিরাল এম খালেদ ইকবাল।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।  

পরে তিনি বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার, অনুষদ প্রধানরা, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

মোনাজাত শেষে এম খালেদ ইকবালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধু জাদুঘর, লাইব্রেরি ও প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ শতাধিক স্থানীয় অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।