ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শরিয়ত বয়াতির মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
শরিয়ত বয়াতির মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন

বগুড়া: বাউল শিল্পী শরিয়ত বয়াতির নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চারণ সাংস্কৃতিক কেন্দ্র বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির সদস্য বগুড়া জেলা সংগঠক রাধা রানী বর্মণের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন, চারণ জেলা সংগঠক মুক্তা আক্তার মীম, নিয়তি সরকার, পূজা প্রামাণিক প্রমুখ।

 

সাইফুজ্জামান টুটুল বলেন, ‘শরিয়ত বয়াতির পুরো ভিডিও ক্লিপে কোথাও ধর্মের বিরুদ্ধে বলেননি। তিনি ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে বলেছেন। তাই এক স্বার্থান্বেষী চক্র তার বিরুদ্ধে মামলা করেছে। আমরা অতিদ্রুত শরিয়ত বয়াতির মুক্তির দাবি জানাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।