ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার স্বামী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
না’গঞ্জে স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার স্বামী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলায় স্ত্রীর দায়ের করা মামলায় এস এম কামরুজ্জামান কামরুলকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার জল্লারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ আখড়ার আব্দুল কাদেরের ছেলে কামরুল।

২০১১ সালে পারিবারিক আদালতে দেনমোহর ও সন্তানের ভরণপোষণের জন্য মামলা দায়ের করেন কামরুলের স্ত্রী রোকসানা খাতুন।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) বাংলানিউজকে জানান, কামরুল দীর্ঘদিন একটি মামলায় পলাতক ছিলেন। ওয়ারেন্টের কাগজ পেয়ে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।