ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ‘ইত্যাদির শুটিং’ দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দাইমুল ইসলাম (৫৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার জগদল চৈতন্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাইমুল ডোকরোপাড়া এলাকার মৌলভী মুসলিমদ্দীনের ছেলে ও পুলিশ সুপার কার্যালয়ের স্টেনো টাইপিস্ট।

পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়ায় বাংলাদেশ টেলিভাশনের দর্শক নর্ন্দিত অনুষ্ঠান ইত্যাদির শুটিং দেখা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন দাইমুল। পথে চৈতন্যপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিটকে পড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে দাইমুলের। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) ইউসুফ আলী সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দাইমুল ইসলামের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।