ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মোরেলগঞ্জে ৩ মণ জাটকা জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
মোরেলগঞ্জে ৩ মণ জাটকা জব্দ, জরিমানা

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে অভিযান চালিয়ে তিন মণ জাটকাসহ ‘এমভি মায়ের দোয়া’ নামে মাছ ধরা একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। জাটকা ধরার দায়ে ট্রলারের মাঝি রমজান আলী ও আড়তদার বাগেরহাটের ইসরাফিল সরদারকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (১৮ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে এ জরিমানা আদেশ দেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

এর আগে ভোরে জাটকাসহ ওই ট্রলারটি জব্দ করা হয়। ট্রলারটি দুবলার চর এলাকা থেকে মাছ ধরে বাগেরহাটের দিকে যাচ্ছিল।

কোস্টগার্ড শরণখোলা স্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম বাংলানিউজকে জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে পানগুছি নদীতে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ওই ট্রলারটিকে তল্যাশি করে তিন মণ জাটকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলারটির ওই দু’জনকে জরিমানা করা হয়। জব্দ করা জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।