ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপা থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
শৈলকুপা থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা থানায় মারধরের ঘটনার অভিযোগ না নিয়ে উল্টো অকথ্য ভাষায় গালি-গালাজ করার প্রতিবাদে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমানের প্রত্যাহার দাবিতে ঝিনাইদহের শৈলকুপা সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে অবরোধ করেন তারা। এসময় সড়কের দুই ধারে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়।

এতে চরম ভোগান্তীতে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রী সাধারণ।

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন বাংলানিউজকে বলেন, গত শুক্রবার এম এস সোনার বাংলা নামের একটি গাড়ির সুপারভাইজার আকাশ শেখকে যাত্রীরা মারধর করেন। এরই প্রতিবাদে শুক্রবার রাতে থানায় অভিযোগ দিতে গেলে শৈলকুপা থানার ওসি বজলুর রহমান অভিযোগ আমলে না নিয়ে উল্টো অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। বাসের শ্রমিক ও মালিকদের অপমান করেন। এর প্রতিবাদে ও ওসিকে প্রত্যাহারের দাবিতে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচিতে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরে অবরোধ তুলে নেওয়া হয়।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।