ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগর থেকে ২ ট্রলারসহ ভারতীয় ২৬ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
বঙ্গোপসাগর থেকে ২ ট্রলারসহ ভারতীয় ২৬ জেলে আটক

বাগেরহাট: বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্গন করে মাছ শিকারের অপরাধে ভারতীয় ২৬ জেলেকে আটক করেছে নৌবাহিনী।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ট্রলারসহ এ জেলেদের আটক করা হয়। এ সময় এফ বি শঙ্খ প্রদীপ ও মা মঙ্গল নামের দুইটি ফিশিং ট্রলার ও বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করে নৌবাহিনীর সদস্যরা।

পরে সন্ধ্যায় আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। জেলেদের বাড়ি ভারতের চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায়।

মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহাদ বলেন, বঙ্গোপসাগরের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় ২৬ জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ ঘটনায় নৌবাহিনীর মোংলাস্থ দিগরাজ নৌঘাঁটির চিফ পেটি অফিসার মো. ইমান আলী বাদী হয়ে আন্তর্জাতিক সমুদ্র আইনে আটক জেলেদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করেছেন।  

আটক জেলেদের রোববার (১৯ জানুয়ারি) সকালে বাগেরহাটের কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।