ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভাষাসৈনিক নাজির হোসেন বিশ্বাসের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
ভাষাসৈনিক নাজির হোসেন বিশ্বাসের দাফন সম্পন্ন

মেহেরপুর: রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ভাষাসৈনিক নাজির হোসেন বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিকুল রহমান জেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় সহকারী কমিশনার ভূমি মো. মাইনউদ্দিন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস উপস্থিত ছিলেন।

শনিবার দুপুরে ভাষাসৈনিক নাজির হোসেন বিশ্বাস বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। রাতে পিরোজপুরের মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।