ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বে মৃত্যু আরও ৩ মুসল্লির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বে মৃত্যু আরও ৩ মুসল্লির

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে দু’জন এবং ওইদিন সকালে একজন মারা গেছেন। এনিয়ে দ্বিতীয় পর্বে অংশ নেওয়া আটজন মুসল্লি এবং সড়ক দূর্ঘটনায় আরও দু’মুসল্লিসহ মোট ১০ জন মারা গেছেন।

 

মৃতরা হলেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার খাদিমপুর এলাকার ফজলুল হক (৬৮) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার চাদপাড়া দূর্গাদাহ এলাকার শাহ আলম (৬৫) এবং নোয়াখালীর হাতিয়া থানার আজিমনগর এলাকার মৃত. মফিজুল ইসলামের ছেলে মনির উদ্দিন (৪০)।  

এর আগে প্রথম দিনে আরও পাঁচ মুসল্লি মারা গেছেন। তাদের মধ্যে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার উসমানপুর এলাকার হুমায়ুন কবীর (৬৫), ঝিনাইদহ সদর থানার কালাহাট গোপালপুর এলাকার আ ফ ম জহুরুল আলম (৬২), ঢাকার উত্তরা পশ্চিম থানার নলভোগ এলাকার ইলিয়াস মিয়া (৮৫) ও গাইবান্ধার সাঘাটা থানার কামালের পাড়া এলাকার আব্দুস ছোবহান (৬৫) এবং বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার চানপুর এলাকার কাজী আলাউদ্দিন (৬৬)।  

অপর দিকে বুধবার (১৫ জানুয়ারি) রাতে বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে টঙ্গীতে দূর্ঘটনায় নরসিংদীর বেলাবো উপজেলার আব্দুর রহমান ওরফে সুরুজ মিয়া (৫৫) ও গাইবান্দার ফুলছড়ি উপজেলার গুলজার হোসেন (৪৫) মারা যান।  

এছাড়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেওয়া ১৪ মুসল্লি মারা যান। তারা হলেন, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ইয়াকুব আলী (৮৫), রাতে খোকা মিয়া (৬০) ও মোহাম্মদ আলী (৭০), 

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে শহিদুল ইসলাম (৫০), রাতে কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা এলাকার তমিজ উদ্দিন (৬৫), রাজশাহীর চারঘাট থানার বনকি এলাকার আব্দুর রাজ্জাক (৭০), ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ থানার তোল্লা এলাকার শাহজাহান (৬০), বরিশালের গৌরনদী থানার খালিশপুর এলাকার আলী আজগর (৫৫) ও নারায়গঞ্জের বন্দর থানার কলাবাগান এলাকার ওসমান গনি ইউসুফ (৫০)।  

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা কিশোরগঞ্জের কটিয়াদি থানার গুচিহাটা এলাকার নূর ইসলাম (৫৫), রাতে কক্সবাজারের টেকনাফ থানা এলাকার অলি আহমদ (৭০) ও জয়পুরহাটের পাঁচবিবি থানা এলাকার আব্দুল মোমিন (৫৫) মারা যান।  রোববার (১২ জানুয়ারি) শেরপুরের ময়েজ আলীর ছেলে আব্দুল কাইয়ুম (৪০) শনিবার (১১ জানুয়ারি) রাতে টঙ্গীর কলেজগেট এলাকায় নেত্রকোনার পূর্বধলা থানার বিলজুরা এলাকার মাজহারুল ইসলাম (১৭) বাস চাপায় মারা যান।  

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্বে অংশ নেওয়া ২১জন এবং ময়দানে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় তিনজনসহ মোট ২৪জন মুসল্লি মারা গেছে।  

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
আরএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।