ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে গৃহবধূকে গলা কেটে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
জয়পুরহাটে গৃহবধূকে গলা কেটে হত্যা 

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে সপ্তমী রাণী বসাক (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৯ জানুয়ারি) উপজেলার রায়কালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রায়কালী বাজার এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী বিশ্বনাথ বসাকের স্ত্রী সপ্তমী রাণী বসাক সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তার নিজ বাসায় একাই অবস্থান করছিলেন।

এই সময়ের মধ্যে ওই বাসায় ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দুপুরের দিকে তার স্বামী বাসার প্রধান গেট নক করলে ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখতে পান তার স্ত্রীর গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে আছে। হত্যাকাণ্ডের সময় রাণী বসাকের শরীরের বিভিন্ন অংশে স্বর্ণালঙ্কার থাকলেও সেগুলো নিয়ে যায়নি দুর্বৃত্তরা।  

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডটি আর্থিক কারণে কিংবা পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।