ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিবিএএ সভাপতি লোকমান, সম্পাদক মতিউর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
বিবিএএ সভাপতি লোকমান, সম্পাদক মতিউর

ঢাকা: বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিবিএএ) ২০২০-২০২১ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া এবং সাধারণ সম্পাদক পদে জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার (কাস্টমস, ভ্যাট ও এক্সসাইজ) ড. মো. মতিউর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলার ভুলতায় সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কে অনুষ্ঠিত বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের বনভোজন ও বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের (২০২০-২০২১) জন্য ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মতিউর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, আমাকে দ্বিতীয়বারের মত বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বরিশালের ছেলে হিসেবে আমি গর্বিত। আমি অবহেলিত দক্ষিণাঞ্চলবাসীর জন্য কাজ করতে চাই।

বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০ 
এমএইচ/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।