ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
নাজিরপুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে এক হাজার শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে। 

সোমবার (২০ জানুয়ারি) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া বাজারে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এক হাজার লেপ বিতরণ করেন তার মেঝো ভাই আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম বাবুল।

 

এসময় আরও উপস্থিত ছিলেন মাটিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ছাত্রলীগ সভাপতি অমিত হাসান, খোকন খান প্রমুখ।  

এ ব্যাপারে এসএম নুরে আলম ছিদ্দিকী শাহীন বাংলানিউজকে বলেন, পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর, নেছারাবাদ) আসনের তিন উপজেলার মধ্যে নাজিরপুরে দুস্থ ও অসহায় মানুষের হাতে এক হাজার লেপ তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য দুই উপজেলায় আরও তিন হাজার লেপ ও উন্নতমানের কম্বল বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।