ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
বান্দরবানে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

বান্দরবান: বান্দরবানে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার জেরিন আখতার।

সোমবার (২০ জানুয়ারি) সকালে বান্দরবান শহরের ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় এতিম শিশুদের শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ালেন এই নবাগত পুলিশ সুপার।

পরে বান্দরবান পৌরসভার বালাঘাটা বাজার, স্টেডিয়াম মার্কেট, আর্মিপাড়াসহ বিভিন্ন ওর্য়াডে ঘুরে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, মুহাম্মদ আলী হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সুপার জেরিন আখতার বলেন, দেশের অন্যান্য জেলার মত বান্দরবানেও প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে আর তাই অসহায় ও দুস্থদের বান্দরবানের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিন শতাধিক ব্যক্তির মধ্যে এই শীতবস্ত্র দেওয়া হয়। আগামীতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।