ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আশুলিয়ায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় সাত তলা ভবনের চার তলা থেকে পড়ে মমিনুর রহমান (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আশুলিয়ার নিরিবিলি এলাকার স্বপ্ন বিলাস প্রজেক্টের নির্মাণাধীন একটি ভবনে সাটারিংয়ের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মমিনুর রহমান (৪৫) কুড়িগ্রাম সদর জেলার বালাপুর গ্রামের মৃত অলি মাহমুদের ছেলে।  

পরিদর্শক জাবেদ মাসুদ বাংলানিউজকে জানান, রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আশুলিয়ার নিরিবিলি এলাকার স্বপ্ন বিলাস প্রজেক্টের সাত তলা নির্মাণাধীন একটি ভবনে চতুর্থ তলায় সাটারিংয়ের কাজ করছিলেন মমিনুর রহমান। এসময় অসতর্কতাবশত তিনি নিচে পড়ে যান। সেসময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মমিনুরকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।