ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কালাইয়ে হানিফ পরিবহন উল্টে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
কালাইয়ে হানিফ পরিবহন উল্টে নারী নিহত দুর্ঘটনাস্থল। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার সড়াইল নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস হানিফ পরিবহন উল্টে পুকুরে পড়ে যায়।এ ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত ও আহত হয়েছেন ১৫ বাস যাত্রী।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।  

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী হানিফ পরিবহনের বাসটি সিরাজগঞ্জ  এসে বদলি চালক নেয়।

পরে জয়পুরহাট-বগুড়া সড়কের কালাই উপজেলার সড়াইল নামক এলাকায় একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।  

এ সময় বাসে থাকা অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হন এবং আহত হন অন্তত ১৫ জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক গুরুতর দুই জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করেন।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।