ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রূপপুরে ১৩ মাসে ২০ তলা ভবন করেছে গণপূর্ত 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
রূপপুরে ১৩ মাসে ২০ তলা ভবন করেছে গণপূর্ত 

জাতীয় সংসদ ভবন থেকে: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ২০ তলা ভবন মাত্র ১৩ মাসে উন্নত মানসম্মতভাবে নির্মাণ করে গণপূর্ত বিভাগ প্রমাণ করেছে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে। 

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম একথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

শ ম রেজাউল করিম বলেন, এক সময় বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ ও দারিদ্র্যের রোল মডেল বলা হতো। এক সময় বাংলাদেশের সরকার প্রধান ছিলেন আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত। আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আজ সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ, সৎ, সাহসী প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আমরা তাকে নিয়ে গর্ব করি।  

মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তুলে ধরে শ ম রেজাউল করিম বলেন, ইতোমধ্যে আমরা ৯২ জনের বিরুদ্ধে দুর্নীতির দায়ে ব্যবস্থা নিয়েছি। দুর্নীতি দমন কমিশনের হাতে সোপর্দ করেছি। বেদখল হয়ে যাওয়া সরকারি সম্পদ উদ্ধার করেছি।

তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় শুধু নিজ মন্ত্রণালয় নয়, ৪৬ মন্ত্রণালয় এবং দপ্তর, সংস্থার কাজ করে, ডিপোজিট ওয়ার্ক হিসেবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ২০তলা ভবন মাত্র ১৩ মাসের ভেতরে উন্নত মানসম্মতভাবে নির্মাণ করার মধ্য দিয়ে গণপূর্ত বিভাগ প্রমাণ করেছে বাংলাদেশের গণপূর্ত বিভাগ তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।