ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
মাগুরায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াবদা এলাকায় আলিফা (১২) নামে এক  স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াবদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আলিফা মাঝাইল গ্রামের মৃত সোহেল রানার মেয়ে।

সে নাকোল রাইচর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান বাংলানিউজকে বলেন,  বিকেলে আলিফা স্কুল শেষ করে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ ঘটনার পর মহাসড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে একটি স্পিড ব্রেকারের দাবি জানায় স্থানীয়রা। পরে রামনগর হাইওয়ে পুলিশ তাদের দাবি মেনে নিলে রাস্তার অবরোধ তুলে নেয় স্থানীয়রা। এ দুর্ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।